আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
চৈত্রের মধ্যভাগেই অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই গরম আপাতত কমবে না। তবে বৃদ্ধিও পাবে না। উল্টে দক্ষিণের কয়েকটি জেলায় আজ, বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তার পরেও অস্বস্তি খুব একটা কমার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ আপাতত শুষ্কই থাকবে। সেখানে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এই পর্বে আজ অর্থাৎ বুধবার থেকে একেবারে টানা ৬ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দফায় দফায় হালকা বৃষ্টি হতে পারে। এই পর্বে আগামী সোমবার পর্যন্ত দুই ২৪ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর,দুই বর্ধমান, হাওড়া,হুগলি, নদিয়া, বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও তাপমাত্রা আগামী পাঁচ দিনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার পার্বত্য দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং-এর সঙ্গে জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার এই তিন জেলার সঙ্গে যুক্ত হতে পারে মালদহ।