স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তৃণমূল কংগ্রেসের একটি ধর্নার নেতৃত্ব দেবেন, কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন স্নাতকোত্তর চিকিৎসককে নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবিতে।
ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মৃত্যুদণ্ড এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে আইন পরিবর্তনের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ করবে। বিরোধী বিজেপিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তার প্রতিবাদ তীব্র করেছে, কারণ পশ্চিমবঙ্গে কেন্দ্র বনাম রাজ্য রাজনৈতিক দোষারোপের খেলা অব্যাহত রয়েছে। একটি রাষ্ট্র পরিচালিত সেমিনার হলের ভিতরে দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর মেডিকেল ছাত্রকে হত্যার ২০ দিন পরে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যের সব ব্লকে তৃণমূলের তরফে মিছিল-ধর্না হবে। যে হেতু আজ বহু ক্ষেত্রে অর্ধদিবস ছুটি থাকে, তাই দুপুর ২টো থেকে ৬টা পর্যন্ত ধর্নার কর্মসূচি নিয়েছে তৃণমূল। দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে গত বুধবারই ধারাবাহিক কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মমতা।
রবিবার রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য জুড়ে আন্দোলনে নামবেন। যুক্ত হবে ছাত্র সংগঠনও। আরজি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি ও নারীদের সুরক্ষা দিতে আইন বদলের দাবিতে ধর্না ও মিছিল করবেন তাঁরা। বিরোধীরা যখন সরকারের উপর চাপ বৃদ্ধি করতে চাইছে তখন তৃণমূলও চাইছে সংগঠনকে মাঠে নামিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে।