স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে এবার লালবাজার অভিযানে নামছেন জুনিয়র চিকিৎসকরা। সপ্তাহের শুরুতে সোমবার, দুপুর 2টোর সময় কলেজ স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
তাঁদের দাবি, আরজি করের ঘটনার পর থেকে একাধিক জটিলতা সৃষ্টি করছে কলকাতা পুলিশ। এমনকী তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। সেইসবের বিরোধিতা করে সোমবার লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে, বুধবার তাঁরা একটি মানববন্ধন কর্মসূচিরও ডাক দিয়েছেন। রাত 9টা থেকে 10টা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের অনুরোধ, বাড়ির আলো বন্ধ করে তাঁদের এই কর্মসূচিতে যোগ দিতে।
তাঁদের আরও অনুরোধ ওই সময় ঘরের আলো বন্ধ করে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন কর্মসূচি করতে। সেই কর্মসূচির নাম দিয়েছেন তাঁরা ‘বিচার পেতে আলোর পথে।’ অন্যদিকে, রবিবার 7টা মেডিক্যাল কলেজের তরফে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল। শহরের বিভিন্ন প্রান্তে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত স্বাস্থ্য শিবিরের চালু ছিল।
সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেই স্বাস্থ্য শিবিরে গিয়ে চিকিৎসা করে এসেছেন বিনামূল্য। দরকারি ওষুধও দেওয়া হয়েছে।মোট আড়াই হাজার থেকে তিন হাজার রোগী দেখেছেন জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়র ডাক্তারদের দেওয়া ফোন নম্বরে কল করে সাধারণ মানুষকে ওষুধের নামও বলে দেওয়া হয়েছে ৷ তাঁরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন প্রেসক্রিপশনও ৷ তবে সেখানেও ছিল বিচারের দাবি ৷ তবে এর পাশাপাশি প্রতি রবিবারই তাঁরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করবে বলে জানিয়েছেন।
নাগরিক সমাজের ডাকে, মহামিছিল, ধর্মতলায় পৌঁছনোর পরই, উদ্যোক্তারা ঘোষণা করেন, ভোর ৪টে অবধি ধর্না অবস্থান করবেন তাঁরা। সেই মতো, রানি রাসমণি অ্যাভিনিউতে শুরু হয় ধর্না অবস্থান। অবস্থানে সামিল হন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা। ‘আমরা শেষ দেখেই ছাড়ব’, এই দাবি নিয়েই রাত জাগবেন তাঁরা।এও জানান হয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এসে তাঁদের সঙ্গে কথা বলবে, ততক্ষণ জেগে থাকবেন তাঁরা।
এদিন কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের মিছিল শুরু হয়। শেষ হয় ধর্মতলায়। সেখানেই পথে ধর্নায় বসেন তাঁরা। এর আগে এই মিছিলে ছিলেন অপর্ণা সেন, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্যায়রা। অন্যদিকে, এদিন গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। উত্তর থেকে দক্ষিণ, রবিবারের দুপুরে শহর জুড়ে মিছিল ছিল। ভবানীপুর থেকে মিছিল নিয়ে বেরোন ডায়োসেশান গার্লস হাইস্কুলের প্রাক্তনীরা। প্রসঙ্গত, সাধারণ মানুষের পাশাপাশি মিছিলে পা মেলান বহু তারকা।